মানিক দাস : ফরিদপুর শহরের আলিপুরে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান খান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট এ শনিবার রাতে অনুষ্ঠিত ৪ টি খেলার বিজয়ী দল দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে। সন্ধ্যায় অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে ওয়ার্ল্ড ভিশন ২-০ সেটে টেপাখোলা ফাইটার কে।
দ্বিতীয় ম্যাচে শেখ ফজলুল হক মনি সংঘ ২-০ সেটে ভাটী লক্ষ্মীপুর যুব সংঘ কে, তৃতীয় ম্যাচে গোয়ালচামট যুব সংঘ ২-০ সেটে ভাটি লক্ষীপুর একাদশকে এবং শেষ খেলায় আব্দুল্লাহ বিন রাজ দল ২-০ সেটে ভাটি লক্ষীপুর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে উন্নীত হয়।
You cannot copy content of this page
Leave a Reply