ফরিদপুরে নগরকান্দা পৌরসভা নির্বাচনের আওয়ামীলীগ প্রার্থীর উঠান বৈঠক
এহসান রানা, ফরিদপুর : ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ফরিদপুরের নগরকান্দা পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নিমাই চন্দ্র সরকারের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে পৌরসভার এক নং ওয়ার্ডে।
বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত ওই সভায় নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান সরদার, সংসদ উপনেতার সহকারী একান্ত সচীব মো. শফিউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সোবহান মোল্লা, সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান সুইট প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা উন্নয়নের স্বার্থে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নিমাই চন্দ্র সরকারকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান ভোটারদের প্রতি।
Leave a Reply