ফরিদপুরে জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার ২২ বছরে পদার্পণ ও প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মানিক দাস : ফরিদপুরে জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার ২২ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর প্রেসক্লাবে এ উপলক্ষে বৃহস্পতিবার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল হক ভোলা, বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোঃ মনিরুজ্জামান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশারফ আলী, এনএসআইয়ের যুগ্ম পরিচালক শহীদুজ্জামান, পৌর মেয়র অমিতাভ বোস, অতিরিক্ত পুলিশ সুপার সুমন চন্দ্র, অধ্যাপক রিজভী জামান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, দৈনিক যুগান্তর ব্যুরো প্রধান জাহিদ রিপন, প্রথম আলোর প্রতিনিধি পান্না বালা, শিক্ষক সমিতির সভাপতি সুশান্ত সরকার, সাধারণ সম্পাদক ইমরান হোসেন শিক্ষক নেতা মোস্তাক উজ্জামান প্রমূখ।

দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন
কেক কাটা শেষে প্রেসক্লাব মিলনায়তনে ব্যুরো প্রধান জাহিদ রিপন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করে বক্তব্য রাখা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের এর সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, দপ্তর সম্পাদক এম এ আজিজ, প্রেস ক্লাব সদস্য কামরুজ্জামান সোহেল মফিজুর রহমান শিপন, শফিকুল ইসলাম মনি ,সুজাঊজজামান জুয়েল, মানিক দাস, জাকির হোসেন, জাহিদুর রহমান ইভূ তরিকুজজামান হিমেল, বিকে শিকদার সজল,আক্তারুজ্জামান সুমণ, এস এম রুবেল, প্রমূখ।
Leave a Reply