চরভদ্রাসন উপজেলা বিএনপির সভাপতি আর নেই
সাজ্জাদ হোসেন সাজু ,চরভদ্রাসন প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা বিএনপির সভাপতি মো: মোতাজ্জেল হোসেন মৃধা (৫৬) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। তিনি রবিবার দিবাগত রাত ১২ টার দিকে সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রামে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পরেন। পরে তাকে পরিবারের সদস্যরা চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আনলে ১২টা ৪৫ মিনিটের দিকে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।( জানাজা’ র ভিডিও )
আজ সোমবার দুপুর ২ টার দিকে চরভদ্রাসন সরকারী কলেজ মাঠে জানাজা শেষে হাজিডাঙ্গী কবরস্থানে তাকে দাফন করা হয় । মোতাজ্জেল চরঝাউকান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: ইদ্রিস আলী মৃধার বড় ছেলে ছিলেন। তিনি ১৯৮৯ সনে চরভদ্রাসন সরকারী কলেজের ছাত্র ছাত্রী সংসদের জিএস ছিলেন। ২০১৪ সাল হতে তিনি উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে উপজেলা বিএনপি সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী ও ১ মাসের এক পূত্র সন্তানসহ তিন পূত্র রেখে গেছেন।
Leave a Reply