মরহুম আকবর আলী মোল্লা স্মৃতী ক্রীকেট টুর্নামেন্ট ২০২১ এর শুভ উদ্বোধন
সাজ্জাদ হোসেন সাজু : রবিবার ফরিদপুর জেলার চরভদ্রাসন থানায় শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো মরহুম আকবর আলী মোল্লা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ । উদ্বোধনী অনুষ্ঠানে,উপস্থিত ছিলেন আনোয়ার আলী মোল্লা,মারজুক জুয়েল, রাসেল মাহমুদ, এবং, ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান, সহ আরও অনেকে ।
অনুষ্ঠানে ছোট ভাই আকবর মোল্যার স্মৃতী চারণের সময় আবেগ প্রবন হয়ে পড়েন আনোয়ার আলী মোল্যা।এ সময় আরও বলা হয় “মাদক ছেরে মাঠে আসি – আসো ক্রিকেট কে ভালোবাসি ” এই স্লোগানকে সামনে রেখে শুভ উদ্বোধন করা হয় মরহুম আকবর আলী স্মৃতী ক্রীকেট টুর্নামেন্ট ।
Leave a Reply